চট্টগ্রাম লেডিস ক্লাবের সাহিত্য সভা

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের সাহিত্য বিষয়ক সভায় বক্তারা বলেন, সাহিত্য সমাজের দর্পণ। এতে সমাজবাস্তবতা, মানবধর্ম, সংস্কৃতি ইত্যাদি বিম্বিত হয়। এ কাজগুলো সাহিত্যচর্চার মধ্য দিয়ে পাঠকসমাজে তুলে ধরেন সাহিত্যিকরা। প্রাচীনকাল থেকে পুরুষদের পাশাপাশি নারীরাও সাহিত্যচর্চায় ও সাহিত্যকর্মে যুগপৎ কাজ করে আসছেন। সাহিত্যের নানা ক্ষেত্রে নারীদের বিচরণ উল্লেখযোগ্য। তারা প্রতিভাদীপ্ত বহুমাত্রিক আলোকে দেশ ও জাতিকে রাঙিয়ে তুলছেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া থেকে শুরু করে আজকের নবীন সাহিত্যিকরা বিস্ময়কর অবদান রাখছেন। সাহিত্যে তাদের অবদান অনস্বীকার্য। নারীরা যত বেশি সাহিত্য চর্চায় যুক্ত হবেন সমাজ ততবেশি আলোকিত হবে। গতকাল বুধবার সাহিত্য বিষয়ক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। ক্লাবের সহসভানেত্রী পারভিন জালালের সঞ্চালনায় আলোচনা ও স্বরচিত লেখা পাঠে অংশ নেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন চৌধুরী, সহ সম্পাদিকা মিনু আলম, সহ সম্পাদিকা আক্তার বানু ফ্যান্সী, সহ কোষাধ্যক্ষ কোহিনুর হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদিকা রুহী মোস্তফা, সদস্যা সেলিনা আখতার, মরিয়ম বেগম মিনা, ফরিদা ফরহাদ, রিজিয়া আকবর খোন্দকার, খালেদা আক্তার চৌধুরী, মাইনু নিজাম, নাছিমা শওকত, আশরাফুন্নেসা, হাজেরা আলম মুন্নী, রওশন আক্তার, লায়লা ইব্রাহিম বানু, সাহানা আকতার বীথি, রোকেয়া আহমেদ, মর্জিনা আখতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় সারজিস আলম আহত
পরবর্তী নিবন্ধঅনন্যা আবাসিক থেকে যুবকের লাশ উদ্ধার