চট্টগ্রাম লেখিকা সংঘের সভা গত ১৮ মে লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্পাদক জিনাত আজমের সঞ্চালনায় ও ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে এতে ছড়া কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, সাবেক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, কবি ফরিদা ফরহাদ, পারভীন জালাল, সাবিহা মুসা, মেহেরুন নেসা রশিদ, সৈয়দা সেলিমা আক্তার, মেহের আফরোজ হাসিনা, মর্জিনা আখতার, আয়েশা পারভীন চৌধুরী প্রমুখ। সভায় আগামীতে পূর্বিতা প্রকাশ ও প্রকাশনা উৎসবের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।












