চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য সভা সংঘের সভানেত্রী কবি ফরিদা ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আক্তারের সঞ্চালনায় গত ২০ ডিসেম্বর লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ সাহিত্য সভায় একাত্তরের বীর শহীদ এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বরচিত কবিতা পাঠ এবং আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম লেডিস ক্লাবের সভাপতি খালেদা আউয়াল, অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, জেসমিন ইসলাম, অধ্যাপক আলেয়া চৌধুরী, তাহেরা বেগম, মর্জিনা আখতার, কামরুন ঋজু, নুসরাত সুলতানা, মহুয়া চৌধুরী, সৈয়দা করিমুননেসা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












