চট্টগ্রাম লেখিকা সংঘের উদ্যোগে গত ২৮ জুন চট্টগ্রাম লেডিস ক্লাব মিলনায়তনে জরুরি সভা অনুষ্ঠিত হয়। শুরুতে বেগম জিনাত আজম স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপদেষ্টা ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে কবি ফরিদা ফরহাদকে নতুন সভাপতি মনোনীত করা হয়।
সভায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম লেডিস ক্লাবের সভাপতি বেগম খালেদা আউয়াল, অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, তাহেরা বেগম, মর্জিনা আক্তার, কুসুম ভান্ডারী, শাহরিয়ার ফারজানা, আখতারী ইসলাম, মাহবুবা চৌধুরী, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, নুসরাত সুলতানা, সৈয়দা করিমুননেসা, নাজমা সাইদা বেগম, মারজিয়া খানম সিদ্দিকা, কস্তুরী সিনহা, মেহেরা আফরোজ হাসিনা, কামরুন ঋজু, বদরুন্নেসা সাজু, ফাতেমা ফেরদৌস, রায়হানা হাসিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।