চট্টগ্রাম লেখিকা সংঘের শরৎকালীন সাহিত্যাসর

| মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেখিকা সংঘের উদ্যোগে শরৎকালীন সাহিত্য আসর গত ৭ সেপ্টেম্বর ক্লাব মিলনায়তনে সংঘের সভানেত্রী বেগম জিনাত আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আক্তারের সঞ্চালনায় গল্প পাঠ, কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশগ্রহণ করেন করেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, কবি ফরিদা ফরহাদ, প্রফেসর সালমা রহমান, বদরুন নেসা সাজু, কাজী রুনু বিলকিস, জেসমিন ইসলাম, মর্জিনা আখতার, পারভিন জালাল, ফরিদা ইয়াসমিন, কুসুম আকতার ভান্ডারী, তাহেরা বেগম, জেবারুক সাফিনা, নাজমা সাইদা বেগম, রুমি চৌধুরী, কামরুন ঋজু, শামীম ফাতেমা মুন্নী, নুসরাত সুলতানা, লিপি বড়ুয়া, সৈয়দা করিমুননেসা, কস্তুরী সিংহ, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, মারজিয়া খানম সিদ্দিকা, নাছিমা শওকত, রোকসানা বন্যা প্রমুখ। বেগম জিনাত আজমের সম্পাদনায় সংঘের বার্ষিকী পূর্বিতার ১৪তম সংখ্যা আসরে উপস্থিত সদস্যদের সবার হাতে তুলে দেয়া হয়। এ সংখ্যা চট্টগ্রাম লেখিকা সংঘের প্রতিষ্ঠাতা সভানেত্রী মরহুমা বেগম ফাহমিদা আমিনকে উৎসর্গ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে খাগড়াছড়ি বিক্ষোভ
পরবর্তী নিবন্ধরাউজানে বন্যায় কৃষকের ক্ষতি ১৫ কোটি টাকা