চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্যাসর

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্যাসর গত শনিবার বিকেলে চট্টগ্রাম লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন সংঘের সভানেত্রী কবি ফরিদা ফরহাদ। সাধারণ সমপাদক সৈয়দা সেলিমা আক্তারের পরিচালনায় লেখিকা সংঘের প্রতিষঠাতা বেগম ফাহমিদা আমিন ও বিশিষ্ট ছড়াকার সুকুমার বড়ুয়া স্মরণে সাহিত্যোসরে আলোচনায় অংশ নেন বেগম সাবিহা মুসা, পারভীন জালাল জেসমিন ইসলাম, ছন্দা চক্রবর্তী, নুসরাত সুলতানা, কবিতা পাঠ করেন মেহের আফরোজ হাসিনা, সৈয়দা করিমুননেসা, তাহেরা বেগম, বদরুননেসা সাজু, জয়তুন নেসা জেবু, অধ্যাপক আয়শা পারভীন চৌধুরী, মৃনালিনী চক্রবর্তী, বেগম মজিনা আকতার, মারিয়া খানম সিদ্দিকা। সংগীত পরিবেশন করেন কোহিনুর শাকি। আগামীতে সংঘের উদোগে বেগম জিনাত আজমের জন্য একটি সমৃতি কথামূলক বই দ্যুতি প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খবর বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অস্ত্র ও কার্তুজসহ আটক ২
পরবর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোরিকশা, চাপা পড়ে চালকের মৃত্যু