চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য আসর

| বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য আসর গত ৩০ অক্টোবর চট্টগ্রাম লেডিস ক্লাব মিলনায়তনে সংঘের সভানেত্রী কবি ফরিদা ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আক্তারের সঞ্চালনায় কথামালা ও স্বরচিত কবিতা আবৃত্তি, গানে অংশগ্রহণ করেন চট্টগ্রাম লেডিস ক্লাবের সভানেত্রী খালেদা আউয়াল, অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, পারভিন জালাল, জেসমিন ইসলাম, নুসরাত সুলতানা, মর্জিনা আখতার, কুসুম আক্তার ভান্ডারী, জেবারুত সাফিনা, মার্জিয়া খানম সিদ্দিকা, সৈয়দা করিমুননেসা প্রমুখ। সভায় লেখক অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরীর শিশুপুত্রের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং লেখিকা সংঘের উপদেষ্টা ড. আনোয়ারা আলমের স্বামীর সুস্থতার জন্য দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইনস্টাইনের জীবনের মজার ঘটনা
পরবর্তী নিবন্ধইউএসটিসির এডমিশন ফেয়ারের উদ্বোধন