চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য সভা

| বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য সভা গত শনিবার চট্টগ্রাম লেডিস ক্লাবে সংঘের সভানেত্রী বেগম জিনাত আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আক্তারের পরিচালনায় শীতকালীন সাহিত্যোসরে বিজয় দিবস ও নতুন বছরের প্রাসংগিক আলোচনায় অংশ নেন রোকসানা বন্যা, জেসমিন ইসলাম, ফাতেমা ফেরদৌস, কবিতা পরিবেশন করেন তাহেরা বেগম, মেহেরুন নেসা রশিদ, কুসুম আকতার ভান্ডারী, মারজিয়া খানম সিদ্দিকা, নুসরাত সুলতানা, আয়শা পারভীন চৌধুরী, জাননাতুল ফৈরদৌস, সৈয়দা করিমুননেসা, আনজানা ডালিয়া, ফাতেমা ইসলাম রুহি,ছনদা চক্রবতী,শামীমা আকতার মুননী, সংগীত পরিবেশন করেন মৃনালীনি চক্রবতী ও কোহিনুর শাকি। সভায় আগামী জানুয়ারি মাসে সংঘের উদোগে একটি প্রকাশনা অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএ চট্টগ্রামের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধযুন নুরাইন হেফজখানায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ