আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ও মানসস্মত চিকিৎসা সেবা প্রদানের দক্ষ জনবল গঠনের লক্ষ্যে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন প্রতিষ্ঠিত লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল গতকাল সোমবার অফথালমিক অ্যাসিসট্যান্স কোর্স (এমএলওপি)-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালনার মাধ্যমে ইনস্টিটিউটটির যাত্রা শুরু হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম লায়ন্স আই ইন্সটিটিউট অ্যান্ড হসপিটালের অধ্যক্ষ প্রফেসর ডা. প্রকাশ কুমার চৗধুরী।
বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত ও সিনিয়র কনসালটেন্ট ডা. আলতাফ উদ্দীন খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. অনিন্দীতা চৌধুরী এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. শাবানা সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি।