চট্টগ্রাম লায়ন্স আই ইনষ্টিটিউট এন্ড হসপিটালের বার্ষিক ক্রীড়া

| শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স আই ইনষ্টিটিউট এন্ড হসপিটালের আয়োজনে হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট ও বালিশ খেলা গত ১৬ ডিসেম্বর রেলওয়ে পুলিশ লাইন্স খেলার মাঠে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ন কামরুন মালেক পিডিজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু, হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, উপপরিচালক ডা. শাবানা সুলতানা। ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় লায়ন্স ওয়ারিয়র্স ৯ উইকেটে লায়ন্স এমপায়ারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেট টুর্নামেন্ট শেষে বিকেলে হাসপাতালের নারী স্টাফদের অংশগ্রহণে বালিশ খেলা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ড সিরিজের জন্য আইপিএলের সব ম্যাচ খেলতে পারবেন না মোস্তাফিজ