চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ৫৮তম বার্ষিক সাধারণ সভা

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ৫৮তম বার্ষিক সাধারণ সভা গতকাল সিএলএফ কমপ্লেক্সের হালিমারোকেয়া মেমোরিয়াল হলে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও ফাউন্ডেশনের গর্বিত প্রকল্প লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের প্রদত্ত মানসম্পন্ন চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের কার্যক্রমের বর্ণনা তুলে ধরেন প্রতিষ্ঠানের সম্পাদক লায়ন ডাঃ দেবাশীষ দত্ত।

জুলাই, ২০২৩ হতে জুন, ২০২৪ অর্থ বছরের অডিট রিপোর্ট উপস্থাপন করেন ফাউন্ডেশনের ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী। লায়ন্স চক্ষু হাসপাতাল ও চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালকে চট্টগ্রাম তথা দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী। ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিতি এবং ম্যানেজমেন্ট কমিটিকে সার্বিক সহযোগিতার জন্য ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান লায়ন কামরুন মালেক উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন জেলা গভর্নরবৃন্দের মধ্যে ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম.. মালেক, প্রাক্তন চেয়ারম্যান লায়ন নজমুল হক চৌধুরী, প্রাক্তন ভাইসচেয়ারম্যান লায়ন রফিক আহমেদ, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন ডাঃ শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোঃ মোস্তাক হোসাইন, লায়ন্স ক্লাবস্‌ ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫বি৪, বাংলাদেশএর জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, ১ম ভাইসজেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু, হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত সভায় লায়ন মনিরুল কবীর, লায়ন ইঞ্জিঃ মুজিবুর রহমান, লায়ন আসিকুল আলম আসিক, লায়ন মোঃ ওসমান গণি, লায়ন আশরাফ উল্লাহ ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের প্রকল্পসমূহের বিভিন্ন কার্যক্রমে পরামর্শ ও প্রস্তাব উত্থাপন করে বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তরা বলেন, হাসপাতালে আগত রোগীদের সেবা দিয়ে সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়েই লায়ন্স চক্ষু হাসপাতালকে শ্রেষ্টত্ব অর্জন করতে হবে এবং লায়নদের উদ্দেশ্য ও আদর্শকে সামনে রেখেই কাজ করে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারে এসে ‘যন্ত্রণাদায়ক ও কঠিন সংস্কারের’ পথে হাঁটবে বিএনপি : খসরু
পরবর্তী নিবন্ধনাগরিক জীবনে বিঘ্ন ঘটানোর সুযোগ কাউকে দেয়া হবে না