চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির ৯ম সভা

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৩ ও ২০২৪ মেয়াদের গভর্নিং বডির ৯ম সভা সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে গত ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম. . মালেক, প্রাক্তন ভাইসচেয়ারম্যান লায়ন রফিক আহমেদ, ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কোহিনূর কামাল, সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী,২য় ভাইসজেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এবং লায়ন ইঞ্জিঃ ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন ডা. দেবাশীষ দত্ত, লায়ন এস. জোহা চৌধুরীসহ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৩ ও ২০২৪ মেয়াদের গভর্নিং বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ফাউন্ডেশনের ২০২৩২০২৪ অর্থ বছরের ৫৮তম বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আসন্ন ৫৮তম বার্ষিক সাধারণ সভায় উপস্থাপনের জন্য ফাউন্ডেশনের ২০২৩২০২৪ অর্থ বছরের খসড়া বার্ষিক প্রতিবেদন ও অডিটেড একাউন্সের অনুমোদন প্রদান করা করা হয়।

সভায় কানাডিয়ান সংস্থা ‘ জেকো ফাউন্ডেশন’এর বাংলাদেশ চ্যাপ্টারের কোঅর্ডিনেটর, লায়ন্স জেলা ৩১৫বি৩ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন ইঞ্জিঃ ওয়াহিদুর রহমান আজাদ বলেন , লায়ন্স চক্ষু হাসপাতালের তত্বাবধানে দুর্গম অঞ্চলের অসহায়, দুঃস্থ ও অসচ্ছল ছানিপড়া রোগীদের লেন্স প্রতিস্থাপন করে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের জন্য ‘ জেকো ফাউন্ডেশন’এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এই অনুদান অব্যাহত থাকবে। যাতে সমাজের এবং দুর্গম অঞ্চলের অসহায়, দুঃস্থ ও অস্বচ্ছল ছানিপড়া রোগীরা উপকৃত হয়। অনুদান প্রাপ্তির বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য সিএলএফের পক্ষ থেকে প্রাক্তন জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও লায়ন্স ক্লাবসমূহের সহযোগিতায় আয়োজিত চক্ষু ক্যাম্পে ঝুঁকিপূর্ণ রোগীদের ২ মিনিটের মধ্যে নির্ভুলতার সাথে শনাক্ত করতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)-চালিত ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং মডেল তৈরি ও প্রয়োগ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন আইবোদির চীফ এক্সিকিউটিব অফিসার প্রদীপ্ত চৌধুরী। প্রতিবেদন শেষে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল মূল্যবান যন্ত্রপাতি ক্রয়ে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ভিশন গ্রান্ড প্রাপ্তিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদীপ্ত চৌধুরী চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভার শেষে ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান লায়ন কামরুন মালেক সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং হাসপাতালের ধারাবাহিক উন্নয়নে সকলের আর্থিক ও সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজসেবা অধিদপ্তরের তারুণ্যের উৎসব উদযাপন
পরবর্তী নিবন্ধবিগত দিনে রাজনৈতিক দুরভিসন্ধি সামাজিক অবক্ষয় ঘটিয়েছে : আসলাম চৌধুরী