চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির ৬ষ্ঠ সভা

| রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৫:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৩ ও ২০২৪ মেয়াদের গভর্নিং বডির ৬ষ্ঠ সভা সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সভায় আগামী বছরের জন্য গুরুত্বপূর্ণ কর্ম পরিকল্পনা গৃহীত হয়। তৎমধ্যে হাসপাতালে আগত রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা প্রদান, ভ্রাম্যমাণ চক্ষু শিবির আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের অসহায় দরিদ্র রোগীদের চক্ষু চিকিৎসা প্রদান করে জটিল রোগীদের হাসপাতালে এনে অপারেশন করে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও, চক্ষু চিকিৎসা সেবার মান উন্নয়নে দক্ষ চিকিৎসক গড়ার লক্ষ্যে ইনস্টিটিউটের সেবার পরিধিও বর্ধিতকরনের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও প্রদত্ত মানসম্পন্ন চক্ষু সেবা প্রদান এবং কর্মপরিকল্পনা নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন। সভায় বক্তব্য রাখেন লায়ন নজমুল হক চৌধুরী, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন ডা. দেবাশীষ দত্ত, লায়ন এস. জোহা চৌধুরী লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু। এছাড়া লায়ন মো. রোসাঙ্গীর বাচ্চু, লায়ন তারেক কামাল, লায়ন মনিরুল কবীর, লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, লায়ন মো. আলী চৌধুরী ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের প্রকল্পসমূহের বিভিন্ন কার্যক্রমে পরামর্শ ও প্রস্তাব উত্থাপন করে বক্তব্য প্রদান করেন। শেষে ফাউন্ডেশনের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিগত বছরগুলোর ন্যায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় অগ্নিদুর্গতদের মাঝে এমপি মোতাহেরের সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধ‘মানুষের সত্যিকারের বন্ধু বাবা’