চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৩–২০২৪ মেয়াদের গভর্নিং বডির ২য় সভা গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের প্রদত্ত চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমকে আরো আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গভর্নিং বডির সদস্যগণ হাসপাতালের বিভিন্ন কার্যক্রমকে বেগবান করার জন্য পরামর্শ ও প্রস্তাব উত্থাপন করে বক্তব্য প্রদান করেন।
সভায় প্রাক্তন জেলা গভর্নরবৃন্দের মধ্যে চেয়ারম্যান লায়ন নজমুল হক চৌধুরী, প্রাক্তন ভাইস চেয়ারম্যান লায়ন রফিক আহমেদ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন শাহ আল বাবুল, লায়ন মো. মোস্তাক হোসাইন, লায়ন সিরাজুল হক আনসারী, সদ্য প্রাক্তন জেলা গভর্নর শেখ শামসুদ্দিন আহামেদ সিদ্দিকী, জেলা গভর্নর লায়ন মো. এম মহিউদ্দিন চৌধুরী, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু উপস্থিত ছিলেন। ম্যানেজমেন্ট কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী এবং এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস এম আশরাফুল আলম আরজু। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।