লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের চার্জ হ্যান্ডওভার, টেকওভার ও ডিজি টীম রিসেপশন অনুষ্ঠিত

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম, ৭ আগস্ট ২০২৫: লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিক, জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশ-এর উদ্যোগে হালিমা রোকেয়া হলে অনুষ্ঠিত হলো “চার্জ হ্যান্ডওভার, টেকওভার এবং ডিজি টীম রিসেপশন” অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই বর্ণাঢ্য আয়োজনে ক্লাবের নবনির্বাচিত ও বিদায়ী নেতৃবৃন্দ, জেলা গভর্ণর, ভাইস গভর্ণর, ক্যাবিনেট সদস্য এবং লিও ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা করেন ক্লাবের নবনির্বাচিত সেক্রেটারি লায়ন নীল রতন বড়ুয়া, যিনি উপস্থিত সকল অতিথিকে শুভেচ্ছা ও স্বাগতম জানান। সভাপতির দায়িত্বে ছিলেন লায়ন লোকমান হোসাইন মজুমদার লিটন, যিনি অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে অনুষ্ঠানে পবিত্র কুরআন, গীতা এবং ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত, যেখানে নেতৃত্ব দেন লিও শ্রাবন্তী দাশ ও তাঁর টিম।

সদ্য প্রাক্তন সভাপতি লায়ন রীটন দাশ নেতৃত্বে অনুষ্ঠিত হয় আনুগত্য শপথ গ্রহণ পর্ব, যা উপস্থিত সকলের মধ্যে দেশপ্রেম ও একতার বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্ণর Ln. Mosleh Uddin Ahmed (Apu) PMJF, যাঁকে ফুল দিয়ে বরণ করেন বর্তমান প্রেসিডেন্ট Ln. Sujit Kumar Nath (Orko)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদ্য প্রাক্তন গভর্ণর Ln. Kohinoor Kamal MJF, 1st Vice District Governor Ln. Md. Kamruzzaman Liton MJF এবং 2nd Vice District Governor Ln. Mohammed Abu Bakkar Saddiqui PMJF। এছাড়াও উপস্থিত ছিলেন Cabinet Secretary Ln. Abu Morshed, Cabinet Treasurer Ln. Gazi Shahidullah, উপ পুলিশ কমিশনার মো: আমিনুল ইসলাম সহ অন্যান্য জেলা ও ক্লাব নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লায়ন রীটন দাশ, লায়ন মোহাম্মদ নেয়ামত উল্লাহ খান এবং Ln. Mohammed Imtiaz Islam PMJF। তাঁরা ক্লাবের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান।
২০২৪-২০২৫ সেবাবর্ষে ক্লাবের সফল সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। Ln. Mohammed Imtiaz Islam PMJF, Ln. Shahidul Islam Tipu, Ln. Mohammad Neyamat Ullah Khan, Ln. Riton Das সহ আরও অনেককে সম্মানিত করা হয়। বিশেষভাবে স্মরণ করা হয় লায়ন মাইন উদ্দিন ভাইকে, যার পক্ষ থেকে লিও মানিক, রূপা ও ইমন ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতি লায়ন লোকমান হোসেন লিটন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট Ln. Sujit Kumar Nath (Orko)-কে। “UNITY MAKES PROSPERITY”—এই মূলমন্ত্রকে ধারণ করে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আশাবাদ ব্যক্ত করে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের আয়োজনে অনুষ্ঠিত চার্জ হ্যান্ডওভার-টেকওভার এবং ডিজি টীম রিসেপশন প্রোগ্রামের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি লায়ন সুযিত কুমার নাথ।
অনুষ্ঠানের শুরুতে সেক্রেটারি লায়ন নীল রতন বড়ুয়া উপস্থিত সকল অতিথিকে শুভেচ্ছা জানান এবং সভাপতির অনুমতি প্রার্থনা করেন। এরপর ক্লাব প্রেসিডেন্টের নেতৃত্বে ডিজি টীম ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন Region Chairperson Ln. Mahbubul Islam Masud Patwary, Cabinet Treasurer Ln. Gazi Shahidullah MJF, Cabinet Secretary Ln. Abu Morshed, 2nd VDG Ln. Mohammed Abu Bakkar Saddiqui PMJF, 1st VDG Ln. Md. Kamruzzaman Liton MJF এবং সদ্য প্রাক্তন জেলা গভর্ণর Ln. Kohinoor Kamal MJF। বক্তারা ক্লাবের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

২০২৪-২০২৫ সেবাবর্ষের সফল সভাপতি লায়ন লোকমান হোসেন মজুমদার লিটনকে ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া জেলা গভর্ণর ফান্ডে ক্লাবের পক্ষ থেকে অনুদান হিসেবে একটি চেক প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা গভর্ণর Ln. Mosleh Uddin Ahmed (Apu) PMJF। তিনি “UNITY MAKES PROSPERITY – একতাতে সমৃদ্ধি” এই মূলমন্ত্রকে সামনে রেখে ক্লাবের সদস্যদের আরও বেশি সেবামূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।

রাত ৮টা ২০ মিনিটে সভাপতি লায়ন সুযিত কুমার নাথ অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা দেন এবং সকলকে নাস্তা গ্রহণের আমন্ত্রণ জানান।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে যুদ্ধ বন্ধে ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক
পরবর্তী নিবন্ধমায়ের লুকিয়ে রাখা টাকায় জুয়া খেলা, হেরে যাওয়ায় যুবকের আত্মহত্যা