চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের বার্ষিক সম্মেলন

| রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৫:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল আয়োজিত ২য় বার্ষিক সম্মেলন গত ৮ নভেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে সিএলএফ কমপ্লেক্সের লায়ন এম আই ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

বার্ষিক সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আই হসপিটালের পরিচালক ডা. মাহবুবুর রহমান চৌধুরী।

২য় আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন লাইভ সার্জারিএঙপার্ট টেকনিঙ আনভেলিড, অ্যাডভান্সেস ইন অকুলোপ্লাস্টি, ইনসাইটস ইন নিউরোঅপথালমোলোজি, এঙপার্টস স্ট্র্যাটেজিস ইন গ্লুকোমা কেয়ার, কারেন্ট ট্রেন্ডস ইন রিফ্রেকটিভ সার্জারি, ইনটারেকটিভ ফ্যাকো মাস্টার ক্লাসটেকনিকস অ্যান্ড টিপস, কারেন্ট ট্রেন্ডস ইন রেটিনা কেয়ার বিষয় নিয়ে ৭টি সেশনে বিশেষজ্ঞগণ তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ার করেছেন। এতে লাইভ সার্জারি করেন প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, অধ্যাপক ডা. মো. শওকত কবীর, অধ্যাপক ডা. জাফর খালেদ, ডা. মোহাম্মদ আলতাফ উদ্দিন খান। প্রেজেন্টেশন সহকারে দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. মুক্তি রাণি মিত্র, ডা. মো. মঈনুল হক, ডা. শ্যামল কুমার সরকার, অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা, ডা. শামস্‌ মো. নোমান, প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, বিদেশি প্রতিনিধি (ভারত) ডা. রতীশ চন্দ্র পাল, (আর সি পাল), ডা. মাহবুবুর রহমান চৌধুরী, ডা. শাহ্‌নূরহাসান, অধ্যাপক ডা. জেসমিন আহমেদ, ডা. নিয়াজ আব্দুর রহমান, ডা. এম এ রাকীব। সম্মেলনে প্যানেল আলোচক ছিলেনডা. এম মজুমদার, অধ্যাপক ডা. সাদিয়া সুলতানা, অধ্যাপক ডা. মো. লুৎফুর রহমান, নিউরো মেডিসিনের অধ্যাপক ডা. শিউলী মজুমদার, ডা. এম এ ওয়াহেদ, ডা. এম এ করিম, ডা. এস এম রেজওয়ান রাজু, অধ্যাপক ডা. জাফর খালেদ, অধ্যাপক ডা. তনুজা তানজীন, ডা. গোলাম মোস্তফা শামীম, অধ্যাপক ডা. মো. শাহিনুর রহমান, অধ্যাপক ডা. সোহানা শারমিন গাজী, অধ্যাপক ডা. এ বি সামশুদ্দোহা ও অধ্যাপক ডা. নাজমুন নাহার। সম্মেলনে ভারতের সুশ্রুত আই ফাউন্ডেশনের সেক্রেটারী ডা. রতীশ চন্দ্র পাল (আর সি পাল) ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রায় শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত। চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল এবং ২য় বার্ষিক সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী। আলোচনা ও অভিজ্ঞতা শেয়ার করার জন্য সম্মেলনের কনভেনর ডা. মোহাম্মদ আলতাফ উদ্দিন খান ও মেম্বার সেক্রেটারী ডা. শেখ মোহাম্মদ মুরাদ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষককে বিদায়
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ন্যায্য মূল্যে শাকসবজি বিক্রি