চট্টগ্রাম রয়্যালসে যোগদানের এক সপ্তাহের মধ্যেই দায়িত্ব ছাড়লেন হাবিবুল বাশার সুমন। মাত্র কয়েক দিন আগে তাকে বিপিএল দলটির মেন্টর ও টিম ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে এবারের বিপিএলে চট্টগ্রামের ডাগআউটে থাকছেন না এই সাবেক জাতীয় অধিনায়ক। চট্টগ্রাম রয়্যালস বাশারকে দু’টি গুরুত্বপূর্ণ ভূমিকায় ভেবেছিল দলের ম্যানেজমেন্ট পরিচালনা এবং ক্রিকেটীয় দিকনির্দেশনা দেওয়া। অভিজ্ঞতায় সমৃদ্ধ একজনকে পেয়ে দলটি আশাবাদী ছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই পরিকল্পনায় ছেদ পড়েছে। এদিকে বিপিএলের নিলামে চট্টগ্রাম রয়্যালস শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার অ্যাঞ্জেলো পেরেরাকে দলে ভিড়িয়েছিল। তবে আসর শুরুর আগেই তাকে ছেড়ে দিয়েছে চট্টগ্রাম। মূলত বিসিবি থেকে তাকে খেলানোর অনুমতি মেলেনি, যে কারণে দলে নেওয়ার কয়েকদিনের মধ্যেই ছেড়ে দিলো দলটি। এদিকে পাকিস্তানি ক্রিকেটার আবরার আহমেদের শুরু থেকে বিপিএল খেলার শঙ্কা থাকলেও সেটি আর নেই। প্রথম ম্যাচ থেকেই বিপিএলে খেলবেন এই লেগস্পিনার।












