চট্টগ্রাম রোটারী সেন্টারের উদ্যোগে গতকাল শনিবার রোটারী সেন্টার মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পূর্বাহ্নে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা রোটারী গভর্নর রুহেলা এ খান চৌধুরী, গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়র মতিউর রহমান, সিনিয়র পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার আবদুল আহাদ, চট্টগ্রাম রোটারী সেন্টারের প্রেসিডেন্ট ওসমান গনি মনসুর, প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মদ মুসলিম, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এ এম হান্নান, সেক্রেটারী ওমর আলী ফয়সাল এবং জয়েন্ট সেক্রেটারী শায়েলা মাহমুদ। পরে দোয়া মাহফিলে বয়ান ও মুনাজাত পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ তানভির।
আলোচকগন সমাজের দুর্ভাগ্যপীড়িত ও অবহেলিতদের কল্যাণে রোটারী সংগঠনগুলোর ভূমিকা আরো জোরদার করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












