চট্টগ্রাম রোটারী ও রোটার‌্যাক্ট ক্লাবের হাত ধোয়া দিবস উদযাপন

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীর মার্দাশা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সঠিকভাবে হাত ধোঁয়ার পদ্ধতি শেখানো হয় এবং ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে পাওয়া লিকুইড হেন্ড ওয়াশ এবং জেলা পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে মাস্ক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ডা. মাহমুদ আহমেদ চৌধুরী (আরজু)। তিনি বলেন, প্রতিবার ২০ সেকেন্ড করে হ্যান্ডওয়াশ কিংবা সাবান দিয়ে হাত ধুঁয়ে নিজেকে এবং পরিবারের সকলকে সুস্থ রাখতে হবে। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর নিয়ামত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মোহাম্মদ আলী আজম, রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিফাত, সভাপতি সাগর সেন ও সমাজসেবা পরিচালক মুশফিকুর রহমান মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপসার সাইকেল র‌্যালি ও স্বাক্ষর ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধনবীন মেলার কম্বল বিতরণ