চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা

| মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট দিনব্যাপী প্রদর্শনের মাধ্যমে চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে গত ১৭ নভেম্বর একাডেমিক ভবনে ১ম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। সকালে মেলা উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ডা. ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন স্প্রেড ট্রাস্ট চট্টগ্রামের সদস্য (প্রশাসন) প্রফেসর জসীম উদ্দিন আহমদ, ট্রাস্টি আবদুল হাই মাসুম, জাহেদুল হক ভূঁইয়া, কামাল উদ্দিন, . শাহাদাত হোসেন। মেলায় পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান, আইসিটিসহ আধুনিক বিজ্ঞান বিষয়ক ৩২ টি প্রজেক্ট শিক্ষার্থীরা উপস্থাপন করে। অতিথিগণ এই ক্ষুদে বিজ্ঞানীদের চমৎকার সব সৃজনশীল উদ্ভাবনে উচ্ছসিত হন। বেশ কটি প্রজেক্ট বাণিজ্যিক ভিত্তিতে করা যায় কিনা তা দেখার সিদ্ধান্ত হয়।পরে অধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউপকূলীয় কর্মসংস্থান সৃষ্টি করবে সুরিমিভিত্তিক পণ্য
পরবর্তী নিবন্ধরাবিপ্রবিতে ম্যানেজমেন্ট ডে উদযাপন