চট্টগ্রাম রেল স্টেশনের ওভার ব্রিজের নিচ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সময় লাইনচ্যুত হয়েছে দোহাজারীগামী পিডিবির শাটল ট্রেনের চারটি চাকা। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সব ট্রেনও নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। প্রায় ৫ ঘণ্টা পর তেলবাহী ট্রেনের বগিটি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম রেল স্টেশনের ওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, দোহাজারীগামী পিডিবির শাটল ট্রেনটি সিজিপিওয়াই থেকে তেল লোড হয়ে দোহাজারী যায়। তেল ভর্তি করে মঙ্গলবার রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজের নিচে এনে রাখা হয়েছিল। এরমধ্যে ওভার ব্রিজ থেকে কেউ সিগারেট খেয়ে নিচে ফেললে তেলবাহী ট্রেনটিতে দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে ট্রেনটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য ৯ নম্বর লাইন থেকে ১০ নম্বর লাইনে প্রবেশের সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে কোনো ট্রেনের সমস্যা হয়নি। সব ট্রেন সময় মতো ছেড়ে চলে গেছে। তেলবাহী ট্রেনেরও কোনো সমস্যা হয়নি। প্রায় ৫ ঘণ্টা পর বেলা ১২টা ২৫ মিনিটে তেলের পড়ে যাওয়া বগিটি উদ্ধার করা হয়েছে।