রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আমাদের সরকারের প্রধান লক্ষ্য হলো রেলওয়েকে যাত্রীবান্ধব করা। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছেন। আমাদের রেলওয়ের বহরে নতুন নতুন আধুনিক কোচ আসছে, আধুনিক লোকোমোটিভ (ইঞ্জিন) আসছে। নতুন নতুন রেলপথে নির্মিত হচ্ছে। সেইভাবে কিন্তু যাত্রী সেবা নিশ্চিত করতে হবে। নিরাপদ যাত্রী সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। রেলওয়ের প্রত্যেক কর্মকর্তা–কর্মচারীকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। স্টেশনগুলোকে যাত্রীবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি স্টেশন পরিস্কার–পরিচ্ছন্ন রাখতে হবে। স্টেশনগুলোতে এসে যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন।
গতকাল রোববার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেডের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান উল্লেখ করে এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, মানুষ ট্রেন ভ্রমণে এসে যেন নিরাপদ–পরিচ্ছন্ন এবং সেবা পায় সেই লক্ষ্যে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাজমুল ইসলাম, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুল ইসলাম, রেলওয়ে পূর্বাঞ্চলের সিওপিএস শহীদুল ইসলাম, চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল কুমার পালিত, ক্রীড়া সংগঠক সুমন দে, রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) আরমান হোসেন, রেলওয়ে পূর্বাঞ্চলের ব্রিজ ইঞ্জিনিয়ার জিসান দত্ত প্রমুখ।












