চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় সাগরিকাস্থ বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় অংশ নেবে চট্টগ্রাম জেলা টিম এবং চট্টগ্রাম রেঞ্জ পুলিশ টিম। গতকাল সোমবার সকাল ১০টায় বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে প্রথম সেমিফাইনাল খেলায় চট্টগ্রাম জেলা টিম ৪১–২১ পয়েন্টে কুমিল্লা জেলা টিমকে দলকে পরাজিত করে। সকাল ১১টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম রেঞ্জ টিম ৪১–২২ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলা টিমকে পরাজিত করে ফাইনালে উঠে। পুলিশের রেঞ্জাধীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে বর্ণাঢ্য সেমিফাইনাল খেলা উপভোগ করেন ডিআইজি নুরেআলম মিনা।










