পুলিশ সদস্যদের আবেদন বিবেচনা করে চট্টগ্রাম রেঞ্জে কর্মরত এসআই থেকে কনস্টেবল পর্যায়ের ৭০ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। তাদের পছন্দের জেলা ও দফতরে বদলি করা হয়। সূত্র জানিয়েছে, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের আওতাভুক্ত কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত এসআই (উপ–পরিদর্শক), কনস্টেবল ও নারী কনস্টেবল পদের ৭০ জন সদস্য নিজেদের পছন্দের জেলা উল্লেখ করে বদলির জন্য আবেদন করেন। গতকাল তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অনুমোদনের প্রেক্ষিতে চট্টগ্রাম রেঞ্জ থেকে এই বদলি আদেশ জারি করা হয়।