চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, মীরসরাই, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি অরা’।
এ সময় হাজারো পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী দেয়া হয়। এছাড়া বন্যাদুর্গত এলাকায় শতাধিক পরিবারকে নিরাপদে সরিয়ে নিতে সাহায্য করা হয়।
গত ২২ আগস্ট ফেনীর ছাগলনাইয়া বন্যা আটকে পড়াদের উদ্ধার করে খাবার সরবরাহ করে স্বেচ্চাসেবীরা। পরে ২৪ আগস্ট ফটিকছড়ির হেঁয়াকো এবং মীরসরাইয়ের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ২৮ আগস্ট নোয়াখালীর মাইজদীর কামদেবপুরে ত্রাণ সহযোগিতা দেয়া হয়।
বিশেষ করে ওষুধপত্র, স্যানিটারি ন্যাপকিন এবং প্রায় এক টন বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।