চট্টগ্রাম রেঞ্জের নতুন অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের নতুন অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াহিদুল হক চৌধুরী। অপরদিকে সিএমপির তিন শীর্ষ কর্মকর্তাকে পুলিশের দুটি বিশেষায়িত শাখায় বদলি করা হয়েছে। নতুন দুজনকে সিএমপিতে উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন বছরের প্রথম দিন গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের নতুন অতিরিক্ত ডিআইজি হিসেবে ওয়াহিদুল হক চৌধুরীকে পদায়ন করা হয়। বান্দরবানে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে দায়িত্বরত ওয়াহিদুল হক এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন।

সিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার এবং গোয়েন্দা শাখার (বন্দর ও পশ্চিম) উপপুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সিএমপির ট্রান্সপোর্ট বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবিরকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স) নেছার উদ্দিন আহমেদকে সিএমপিতে উপপুলিশ কমিশনার এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে সিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি
পরবর্তী নিবন্ধহাসিনা বলত উন্নয়ন উন্নয়ন, এরা বলছে সংস্কার সংস্কার : খসরু