বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত চট্টগ্রাম রিজিয়নাল টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আজ। সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে ফর্টিস কুমিল্লা মুখোমুখি হবে এবি ব্যাংক নোয়াখালীর। দিনের দ্বিতীয় ম্যাচে কন্টিনেন্টাল বি–বাড়িয়া মুখোমুখি হবে এশিয়ান বান্দরবানের। আগামীকাল থেকে দুই মাঠে অনুষ্ঠিত হবে খেলা সমুহ। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দুটি ম্যাচ এবং সাগরিকাস্থ বীরশ্রেষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে দুটি ম্যাচ। আগামী ৯ সেপ্টেম্বর অণুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল খেলছে এই টুর্নামেন্টে। ১১টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ৫টি দল এবং ‘বি’ গ্রুপে রয়েছে ৬টি দল। টুর্নামেন্টে মোট ২৮ টি খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ১১টি দল নিয়েছে ৬টি শিল্প গ্রুপ। টুর্নামেন্টের বাজেটের অর্ধেক দিচ্ছে ক্রিকেট বোর্ড। বাকি অর্ধেক দিচ্ছে স্পন্সররা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ নগদ এক লক্ষ টাকা। আর রানার্স আপ দল পাবে ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা।