কাপ্তাই উপজেলায় অবস্থিত ৪১ বিজিবি খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) চট্টগ্রাম ব্যাটালিয়নের (৮ বিজিবি) মোকাবেলা করে। খেলায় ৪১ বিজিবি ৪–১ গোলে ৮ বিজিবিকে পরাজিত করে চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমান, বিজিবিএম, অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার দক্ষিণ পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম, (বার) পিএসসি। ফাইন্যাল খেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিয়নের ডিপুটি কমান্ডার কর্নেল জিয়াউল শাহাদাত খান পিবিজিএম, ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা পিবিজিএম, পিএসসি এবং ৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মিনহাজ সিদ্দিক, পিএসসি।
খেলা শেষে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্টফি এবং রানারআপ দলের খেলোয়াড়দের হাতে রানারআপ ট্টফি তুলে দেন। খেলা শুরুর পূর্বে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমান উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা উপহার দেওয়ায় তিনি উভয় দলের খেলোয়ড়দের ধন্যবাদ জানান। পাশাপাশি সুন্দর খেলা আয়োজনের জন্য তিনি ৪১ বিবিজির অধিনায়কসহ সংশ্ল্লিষ্টদেরও ধন্যবাদ জানান। প্রসঙ্গত চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফুটবল প্রতিযোগিতায় মোট ১৩টি দল অংশ নেয়। গত ১৭ সেপ্টেম্বর ৪১ বিজিবি খেলার মাঠে ৪ দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান।