চট্টগ্রাম রিক্সা মালিক-চালক ঐক্য পরিষদের বর্ধিত সভা

| সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ব্যাটারিচালিত রিক্সা মালিকচালক ঐক্য পরিষদের বর্ধিত সভা শনিবার (১৮ অক্টোবর) বিকালে পুরাতন চান্দগাঁওস্থ পাঠানিয়াগোদা সিরাজ কোম্পানির গ্যারেজে ঐক্য পরিষদের মো. আমিনুল ইসলাম শিহাবের সভাপতিত্বে ও মো. রুবেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাস, মিনিবাস, হিউম্যান হলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেনব্যাটারিচালিত রিক্সার মালিক ও চালকগণ আজ এক কঠিন সময় পার করছেন। যারা ব্যাটারি রিক্সাকে অবৈধ বলছে তারা কখনোই খেটে খাওয়া এসব অসহায় মানুষের পাশেও থাকেনি আর তাদের পরিবার পরিজনের দুঃখ দুর্দশাও অনুভব করতে চেষ্টা করেনি। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের উদ্দেশ্যে বলেনব্যাটারিচালিত রিক্সা পরিবেশ বান্ধব তাই এসব গাড়ির দরিদ্র ও অসহায় মালিকচালকসহ তাদের পরিবারপরিজনের মানবিক দিক বিবেচনায় নিয়ে অতিদ্রুত এই ব্যাটারিচালিত রিক্সার মালিকানা লাইসেন্স প্রদানের উদ্যোগ গ্রহণ করুন। তিনি আরো বলেনপ্রধান সড়ক ব্যতীত নগরীর অলিতেগলিতে ব্যাটারি রিক্সা নিরবচ্ছিন্ন ও হয়রানিমুক্তভাবে চালনা করার লিখিত অনুমতি দিতে হবে। গাড়ি আটকের পর ২১ দিন গাড়ি আটক রাখলে এসব গাড়ির মালিকচালকগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের পরিবারপরিজনের জীবন জীবিকার মানবিক ও যাত্রী সাধারণকে দ্রুত সেবা দেওয়ার কথা বিবেচনায় নিয়ে এসব আটককৃত গাড়ি থেকে সহনীয় পর্যায়ে জরিমানা আদায় করে এক দিনেই গাড়ি ছাড়িয়ে নেওয়ার ছাড়পত্র দিতে হবে। সভার শেষ পর্যায়ে ব্যাটারি রিক্সা মালিকচালক ঐক্য পরিষদের উপস্থিত সকলের সম্মতিক্রমে মো. আমিনুল ইসলাম শিহাবকে আহ্বায়ক, মো. আবদুল কাদেরকে যুগ্ম আহ্বায়ক এবং মো. রুবেল মিয়াকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল-হামিম ইনস্টিটিউট ও আন-নিসা একাডেমির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধএসএসসি ব্যাচ ১৯৮৬ সংগঠনের চট্টগ্রাম জেলা ও বিভাগের অভিষেক