দ্রুতগতিতে চলছে চট্টগ্রাম- রাঙামাটি সড়ক চার লেইন প্রকল্পের কাজ। একাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের কাজের সুবিধার্থে সড়ক পথের দুপাশের জঞ্জাল সরাতে সহায়তা করছেন পৌরসভা মেয়র জমির উদ্দিন পারভেজ। একই সাথে তিনি ফুটপাত দখল করে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানে সহযোগিতা করছেন। পৌর মেয়র জানিয়েছেন সুন্দর পৌরসভা প্রতিষ্ঠায় সড়কপথকে অবৈধ দখলমুক্ত করতে যা যা করার প্রয়োজন সবকিছু করবেন। উল্লেখ্য যে, জাতীয় এই মহাসড়কটি চার লেইন করা হচ্ছে রাউজানের শেষ সীমান্ত ঢালারমুখ পর্যন্ত। এই সড়কের আইল্যান্ডে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে লাগানো হচ্ছে ১০ হাজার বিদেশি জাতের খেজুর চারা। পাশে লাগানো হচ্ছে আড়াই হাজার তাল চারা ।