চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৯৫ তম বার্ষিকী আজ। ১৯৩০ সালের এইদিনে অনিঃশেষ গর্ব এবং অমিত শৌর্যে চট্টগ্রামের অকুতোভয় বিপ্লবীরা মৃত্যুকে আলিঙ্গন করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। টানা চারদিন ব্রিটিশদের কবল থেকে মুক্ত রেখেছিল চট্টগ্রামকে। ব্রিটিশ সাম্রাজ্যের ভীত নাড়িয়ে দেওয়া সেইসব বিপ্লবীরা আমাদের স্বপ্ন দেখিয়েছেন স্বাধীনতার। শুধু চট্টগ্রাম নয়, পুরো ভারতবর্ষেই এই বিপ্লবগাথা অবিস্মরণীয় হয়ে আছে।
সেই কালজয়ী তেজোদ্দীপ্ত সময়কে ধারণ করে বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলা শাখা আজ বিকেল ৩টায় নগরীর জে এম সেন হল মাঠে যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে অতিথি থাকবেন অর্থনীতিবিদ প্রফেসর ড. মইনুল ইসলাম, সিপিবি জেলা সভাপতি অশোক সাহা, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। শেষে গণসঙ্গীত, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।