আসন্ন মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দলের অনুশীলনের উদ্বোধন করেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়া। ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দীন শামীমের সভাপতিত্বে এবং ফুটবল কমিটির সাধারণ সম্পাদক দিদার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আবছার উদ্দিন সোহেল, সদস্য নুরুল আলম, হাসান আলী, ইকবাল হায়দার চৌধুরী, আব্দুস সবুর, আরিফুল ইসলাম মারুফ, কোচ নাছির উদ্দীন, আবু সরওয়ার চৌধুরী এবং দলীয় ম্যানেজার আইনুল কবির জিতু ।
প্রধান অতিথি মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটি ঐতিহ্য রয়েছে। মেয়র কাপে আমরা শুধুমাত্র অংশগ্রহণ নয়, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব। খেলোয়াড়দের কঠোর অনুশীলন ও শৃঙ্খলার মাধ্যমে এই ক্লাব আবারও নিজের হারানো গৌরব ফিরে পাবে বলে মনে করেন তিনি। আগামী ২৫ অক্টোবর থেকে ৫ দলের অংশগ্রহণে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট।