ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার অঙ্গিকারের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে দলীয় জার্সির উন্মোচন অনুষ্ঠান। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। নবগঠিত চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবি’র পরিচালক ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ–সভাপতি মন্জুর আলম মন্জু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সিনিয়ার সহ–সভাপতি ও ক্লাবের ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান এম এ মাহাবুবুল আলম, নাছির উদ্দিন চৌধুরী, এ্যাডভোকেট ওমর চৌধুরী, আবুল কালাম আবু, মো. হাসান আলী, হাসান আরিফ, মোহাম্মদ শামীম, আবদুল মান্নান ও ক্লাবের গভঃ বডির সদস্য ইয়াছিন আরাফাত পাবলু, দলীয় কোচ সরোয়ার ও নাসির, ম্যানেজার আইনুল কবির জিতু সহ ক্লাব কর্মকতা, ফুটবল কমিটির কর্মকর্তা ও দলীয় খেলোয়াড়রা। বক্তব্য শেষে অনুষ্ঠানের অতিথিরা খেলোয়াড় ও অন্যান্যদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় জার্সি উন্মোচন করেন।












