চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের উদ্যোগে ওয়ার্কশপ অন টিচিং মেথোডলজি অ্যান্ড অ্যাসেসম্যান্ট বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা গতকাল শুরু হয়েছে। কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। কর্মশালার ১ম দিনে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম শহরের বাইরে অবস্থিত ১২ টি নার্সিং কলেজের ২ জন করে (২৪ জন) শিক্ষক অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে আছেন –বাংলাদেশ মেডিকল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার অধ্যাপক ডা. হুমায়ুন কবীর তালুকদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, সেন্টার ফর মেডিকেল এডুকেশনের সহকারী অধ্যাপক ডা. থানাদার তামজিদা তাপু ও ডা. আফরোজা হক। কর্মশালায় ১ম দিনে মূখ্য আলোচক ছিলেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, রির্সোস পারসন ছিলেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের সহকারী অধ্যাপক ডা. থানাদার তামজিদা তাপু ও ডা.আফরোজা হক। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম, পরিচালক অর্থ মোহাম্মদ ইকরামুল হক খান, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের নার্সদের শিক্ষা এবং সেবার মান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আগামী ২১ জানুয়ারি সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।












