কোভিড-১৯ এন্টিজেন টেষ্টের পাশাপাশি চট্টগ্রাম মেট্রেপলিটন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চালু হলো কোভিড-১৯ আরটি পিসিআর ল্যাব। গত রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকায় অবস্থিত আরটি পিসিআর ল্যাবটির উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একে.এম ফজলুল হক।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.কে.এম ফজলুল হক বলেন, সরকারী অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল নীতিমাল মেনেই কোভিড-১৯ পরীক্ষার টেস্ট শুরু করেছি আমরা। আমাদের রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির আমেরিকান যন্ত্রপাতি ও দক্ষ জনবল। স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য বাসা থেকে রোগীদের স্যাম্পল কালেকশানের প্রক্রিয়া আমরা ইতোমধ্যে শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট ডেলিভারী দেওয়ার জন্য আমাদের রয়েছে করোনা ডেডিকেটেড টিম ও সার্বক্ষণিক এ্যাম্বুলেন্স ।
এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক (ল্যাব সার্ভিস) সহকারী অধ্যাপক এম এ হাশেম, ফিন্যান্স ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মো. সেকান্দার, মেডিকেল ডাইরেক্টর ডা. কাউসার আলম ও ডা. মো. নুরুন নবী, হাসপাতালের জিএম মো. সেলিমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।