চট্টগ্রাম মেট্রোপলিটন লইয়ার্স সোসাইটির মিলনমেলা

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন লইয়ার্স সোসাইটির মিলনমেলা গত ১২ মার্চ চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে ছিল মেজবান, আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র।
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন লইয়ার্স সোসাইটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল কবির চৌধুরী। অনুষ্ঠানের আহ্বায়ক অ্যাডভোকেট ইয়াছিন খোকনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম।
বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বার কউন্সিলের এডহক কমিটির সদস্য মুজিবুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি চন্দন দাশ, অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, রতন কুমার রায়, ইফতেখার সাইমুল চৌধুরী ও বদরুল আনোয়ার, চট্টগ্রাম আদালতের সরকারী কৌঁসুলি (জিপি) নাজমুল আহসান খান আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক মনতোষ বড়ুয়া, ফয়েজ উল্লাহ, অশোক কুমার দাশ, আব্দুর রশিদ, আইয়ুব খান, কর আইনজীবী সমিতির সম্পাদক মোহম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, অনুষ্ঠানের সদস্য সচিব অ্যাডভোকেট তাজ উদ্দিন, আব্দুল মাবুদ, শামসুল আলম, শফি, আবিদ হোসেন, রোকসানা আকতার ও সাইফুল আবেদীন। সাংস্কৃতিক পর্বে অ্যাডভোকেট খোরশেদ বেলালের পরিচালায় সংগীত পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশোভনদন্ডী কলেজে তিন গুণীর স্মরণসভা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে চোরাইকৃত মালামাল উদ্ধার, ৫ চোরসহ গ্রেপ্তার ৬