চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালনা পর্ষদের সভা

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১২:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) ৬৩ তম পরিচালনা পর্ষদের সভা সিএমসিসিআই কনফারেন্স রুমে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন সিএমসিসিআই সহসভাপতি এ. এম. মাহবুব চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, পরিচালক প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দ মোহাম্মদ আবু তাহের, এম. সোলায়মান,এফসিএমএ, মো: শাহ্‌ আলম, .এস ট্রেডিং কোং এর পক্ষে আলহাজ্ব মোহাম্মদ শফি, রাশেদ আলী এবং বিএসআরএম গ্রুপের কর্পোরেট পরিষেবা প্রধান মো: ইসমাইল উপস্থিত ছিলেন। সিএমসিসিআই’র ভবিষ্যৎ কর্মপন্থা সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়। সভাপতি খলিলুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও চেম্বার পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআরসিডি মুক্ত স্কাউটস গ্রুপের ক্যারিয়ার কাউন্সিলিং ওয়ার্কশপ
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবীর (সা.) র‌্যালি ও মাহফিল