চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক পর্ষদের সাধারণ সভা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেটোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই)’র মিলনায়তনে ৬১তম পরিচালক পর্ষদের সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি এ. এম. মাহবুব চৌধুরী, সহসভাপতি ও একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, এম. সোলায়মান, ফেরদৌস ওয়াহিদ বাপ্পি ও বিএসআরএম গ্রুপের প্রতিনিধি তপন সেনগুপ্ত। ভারপ্রাপ্ত সচিব জয়নাল উদ্দিনের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। সভায় চেম্বারের নতুন কার্যালয় নির্মাণ, চেম্বার কর্তৃক আয়োজিত বাণিজ্য মেলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সর্ম্পকে আলোচনা করা হয়। পরিশেষে সবাইকে পবিত্র রমজান এবং ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্য কমাতে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে
পরবর্তী নিবন্ধক্লাব বিশ্বকাপের আয় থেকে এক ডলারও নেবে না ফিফা