চট্টগ্রাম মিডিয়া ফোরামের অভিষেক

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মিডিয়া ফোরামের অভিষেক, গুণী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৫ অক্টোবর নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলী নেওয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। আবছার উদ্দিন অলি ও অপু চক্রবর্তীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বাংলাদেশ জুডো কারাতে ফেডারেশনের সহ সভাপতি শাহজাদা আলম, চট্টগ্রাম ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বাবর, সংগীত শিল্পী রবি চৌধুরী, অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, শিল্পী সনজিত আচার্য্য, নুরুল ইসলাম নুরু, এস.এ রহিম, মোহাম্মদ আলী, শিল্পী আবদুল মন্নান, সমাজসেবক আবদুল মজিদ, শাহাদাত হোসেন রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এফ.এ. নয়ন চৌধুরী, দেবাশীষ চৌধুরী, শরাফত দৌল্লা চৌধুরী, জাকিয়া সুলতানা মেরী, মন্‌জুর মোরশেদ, হারুন অর রশিদ, রেজাউল কবির চৌধুরী, আবদুল মান্নান, এম.এ জব্বার, রাজ খান, পলি শারমিন, মুন, পান্না চেমন। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৪ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে কালার্স একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বক্তারা বলেন, চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভিজিডি কার্ডধারীদের চাল বিতরণ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের কর্মশালা