চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ

| বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মা ও শিশু হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদে গতকাল বুধবার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার জন্য জমিদাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নেওয়া প্রতিষ্ঠাতা প্রাক্তন পানিসম্পদমন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকী, ডা. এ এফ এম ইউসুফ, কার্যনির্বাহী কমিটির প্রাক্তন প্রেসিডেন্ট প্রফেসর এ এস এম ফজলুল করিম, কার্যনির্বাহী কমিটির প্রাক্তন প্রেসিডেন্ট প্রফেসর তাহের খান, প্রফেসর ডা. নুরুন্নবী, ইঞ্জিনিয়ার আলী আশরাফসহ হাসপাতালকে আজকের এ পর্যায়ে আনার পেছনে অবদান রাখা সবার জন্য বিশেষ দোয়া করা হয়।

আজীবন ও দাতা সদস্যগণ কার্যনির্বাহী কমিটি ও হাসপাতাল পরিবারে কর্মরত সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা ও কর্মচারীগণকে ধন্যবাদ জানিয়ে ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, মা ও শিশু হাসপাতাল পরিচালক প্রশাসন ডা. মো. নুরুল হক, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডা. এ কে এম আশরাফুল করিম। হাফেজ তাজুল ইসলামের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে হাসপাতালের আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইডেনের উইকেটকে সন্তোষজনক রেটিং দিল আইসিসি