চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৫ সেপ্টেম্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নূরুল্লাহ নূরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া এবং কমিউনিটি মেডিসিন এবং পাবলিক হেল্থ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন হাফেজ মো. জসিম উদ্দিন। মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী উম্মে হানী বর্ষা, সানজিদা মনির, ইয়াসিন সাকিব, জারিন তাসনিম, ফৌজিয়া বিনতে আশরাফ এবং বিজয়া মিত্রের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির মেম্বার তারিকুল ইসলাম তানভীর ও মো. সাইফুল আলম,চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুন্নেছা খানম, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চীফ কার্ডিওভাসকুলার সার্জন ডা. সারওয়ার কামাল, মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.এস.এম. মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক এবং পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ.কে.এম. আশরাফুল করিম। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলোর মধ্যে ছিল আন্তঃবর্ষ বিতর্ক, ব্যাটমিন্টন, ক্যারাম, দাবা, টেবিল টেনিস, লুডু, কবিতা আবৃত্তি, সংগীত, আন্তঃবর্ষ ফুটবল, উপস্থিত বক্তৃতা, দেয়ালিকা ও আলোকচিত্র প্রদশনী, নৃত্য, নাটিকা, কৌতুক ইত্যাদি।