ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ অংশ গ্রহণ করে এবং রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। গত ২৬ জুলাই ঢাকা তেজগাও বিএফডিসি অডিটোরিয়ামে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল রাজস্ব আয়বৃদ্ধি ও কর ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে ছায়া সংসদ।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। প্রতিযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পক্ষ থেকে দল নেতা ইয়াসিন সাকিবের নেতৃত্বে আরো ছিলেন জামিল শাহরিয়ার, এস এম এম আবরার, সালমান হোসাইন, মিফতাহুল আলম।
প্রধান অতিথি বিতার্কিকদের প্রশংসা করে বলেন, বিতর্কের মাধ্যমে যুক্তিভিত্তিক সমাজ গড়ে উঠবে এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব উঠে আসবে। উল্লেখ্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ২য় বারের মতো এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এবং সফলতা অব্যাহত রাখে। মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই সফলতায় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন সকলকে অভিনন্দন জানান। প্রেস বিজ্ঞপ্তি।