চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে গত ৪ জানুয়ারি বিজনেস অফ ইইজি বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল নিউরোফিজিওলজিস্ট, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এন্ড শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের প্রফেসর ডা. সেলিনা এইচ. বানু এবং বাংলাদেশ শিশু হসপিটাল এন্ড ইনস্টিটিউটের পেডিয়াট্রিক নিউরোসাইন্স বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. হুমায়রা রফিকা কাদেরী।
অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক ও শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এই সেমিনারে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালের প্রায় ৬০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মৃগী রোগ নির্ণয়ে ইইজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রেস বিজ্ঞপ্তি।