চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম গতকাল ৬ জানুয়ারি তারিখ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বেসরকারি সংস্থা হিসেবে চট্টগ্রাম মা–শিশু ও জেনারেল হাসপাতালকে পরিবার পরিকল্পনা বিভাগের অধিভুক্তি সংক্রান্ত এক সভায় মিলিত হন।
সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ–পরিচালক মো. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক ডা. শামীমা হাসনাত, ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার এবং হাসপাতালের পক্ষে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, মেডিকেল কলেজের এডভাইজার প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, অবস এন্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সিরাজুন নুর রোজী, প্রফেসর ডা. তাহেরা বেগম, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. কামরুন হাসান, অবস এন্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামে স্বাস্থ্য সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতে স্বাস্থ্য সেবায় এই হাসপাতালের গুরুত্ব অপরিসীম। এছাড়া সমগ্র বাংলাদেশে এই হাসপাতালের আলাদা সুনাম রয়েছে। হাসপাতালের সার্বিক কার্যক্রমে আমরা সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাব। প্রেস বিজ্ঞপ্তি।