চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ডে ২০ শয্যা বৃদ্ধি

| শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ম্যানেজমেন্ট কমিটি ও করোনা ট্রিটমেন্ট কমিটির একসভা গতকাল বৃহস্পতিবার করোনা ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সৈয়দ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান করোনার সংক্রমণ ব্যাপক ভাবে বৃদ্ধির প্রেক্ষিতে হাসপাতালের কোভিড ওয়ার্ডের শয্যা সংখ্যা ১৪০ থেকে বৃদ্ধি করে ১৬০ এ উন্নিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।এজন্য সভাতে প্রয়োজনীয় জনবল নিয়োগের সুপারিশ করা হয়। সভায় উল্লেখ করা হয়, হাসপাতালের কোভিড ওয়ার্ডে ১৪০ শয্যার বিপরীতে ১৪০ জন রোগী ভর্তি আছে। ফলে অনেক রোগীকে ফেরত দিতে হয়েছে। গত কয়েকদিন যাবৎ একই অবস্থা।
সভাতে এই কঠিন সময়ে দায়িত্ব পালনের জন্য করোনা ট্রিটমেন্ট কমিটি কোভিড ওয়ার্ডে দায়িত্বরত ডাক্তার, নার্স স্বাস্থ্যকর্মীবৃন্দ হাসপাতাল প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়ায় ৪০০ পরিবার পেল নওফেলের খাদ্যসামগ্রী
পরবর্তী নিবন্ধলালখান বাজার ওয়ার্ডে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা কার্যক্রম