চট্টগ্রাম মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ১৯ ফেব্রুয়ারি

| বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত মুজিব শতবর্ষ চট্টগ্রাম মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আগামী ১৯ ফেব্রুয়ারী এম.এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে ৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো: শহীদ শাহজাহান সংঘ মাস্টার্স, চিটাগাং মাস্টার্স, নাইন্টিস উইলো, ওল্ড ব্রাইট, চিটাগাং ইউনাইটেড এবং এন.এম.সি বাংলাদেশ। এখানে উল্লেখ্য উক্ত টুর্নামেন্টে ৩৫ বছরের উর্ধ্বে চট্টগ্রামের প্রাক্তন জাতীয় ও জেলা দলের সাবেক ক্রিকেট খেলোয়াড়গণ অংশগ্রহণ করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাংকিংয়ে মিরাজ সাকিবদের উন্নতি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবলে হাটহাজারী খেলোয়াড় সমিতি জয়ী