চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর আজ ৯ মে শুক্রবার শুরু হচ্ছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৮ টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী খেলায় সকাল ৯টায় মুখোমুখি হবে হাক্কানি ক্রিকেট ক্লাব বনাম ট্রিপল এস মাস্টার্স। ৩৮ বছরোর্ধ্ব সাবেক খেলোয়াড়দের উৎসাহ দেয়ার জন্য ট্রিপল এসের হয়ে খেলতে নামার কথা রয়েছে ডা. শাহাদাতের। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে চিটাগাং রয়েলস ও সিএম গোল্ড। এবারের টুর্নামেন্টে নয়টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’ তে রয়েছে– হাক্কানি ক্রিকেট ক্লাব, চিটাগাং রয়েলস, চট্টগ্রাম লিজেন্ড, সিএম গোল্ড ও ত্রিপল এস মাস্টার্স। অন্যদিকে, গ্রুপ ‘বি’র দলগুলো হচ্ছে– কুল ওয়ারিয়র্স, আগ্রাবাদ মাস্টার্স, নাইন্টিজ উইলো’স ও চিটাগাং মাস্টার্স। দুই গ্রুপের সেরা দুই দল সরাসরি ফাইনাল খেলবে।