বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান স্মরণ সভা এবং ‘জুলাই বিপ্লব’ কর্মসূচি সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন ও মঞ্জুরুল আলম মঞ্জু। উল্লেখ্য,আগামী ১৩ জুলাই এলজিডি অডিটোরিয়ামে অনুষ্ঠেয় স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় বক্তারা স্মরণ সভা ও জুলাই বিপ্লবের বার্ষিক কর্মসূচি সফল আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।