দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম মহানগর এলাকায় দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার লক্ষ্যে মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করেছে। দুদক আইন, ২০০৪ এর ১৭(ছ) ধারায় নির্ধারিত দায়িত্ব পালন এবং ধারা ১৭(ট) অনুযায়ী দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা গড়ে তুলতে তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
পুনর্গঠিত কমিটির সদস্যরা হলেন সভাপতি এস এম আবু তৈয়ব (ব্যবসায়ী), সহসভাপতি মোহাম্মদ আবু সাঈদ সেলিম (ব্যবসা ও সমাজসেবক), সহসভাপতি ফারাহনাজ কাইয়ুম (শিক্ষকতা), সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আলম (ব্যবসা ও সমাজসেবা), সদস্য ওয়াহিদ মালেক (সাংবাদিকতা), সদস্য ডা. মোহাম্মদ আবদুল করিম (চিকিৎসক), সদস্য মনজুর মোর্শেদ (ব্যবসা), সদস্য মোহাম্মদ ইফতেখার মনির (শিক্ষকতা), সদস্য মুহাম্মদ তারিকুল ইসলাম (ব্যবসা), সদস্য মাঞ্জুমা মজুমদার (শিক্ষানুরাগী), সদস্য আসিফ মাহমুদ (ব্যবসা), সদস্য জাহিন মাহমুদ চৌধুরী (ব্যবসা) এবং সদস্য ডা. মোস্তাফিজুর রহমান (চিকিৎসক)।
দুদকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কমিটির কার্যক্রম চট্টগ্রাম মহানগর ও সংশ্লিষ্ট প্রশাসনিক এলাকায় সীমাবদ্ধ থাকবে। কমিটি ‘গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা, মে ২০১০ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত)’ অনুযায়ী দায়িত্ব পালন করবে। দুদক আশা প্রকাশ করেছে, নতুন এই কমিটি স্থানীয় পর্যায়ে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টি এবং দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।