চট্টগ্রাম মহানগর এনসিপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদা দাবির কথোপকথনের ভিডিও

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

চাঁদা দাবির কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ার পর সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টিএনসিপি চট্টগ্রাম মহানগর শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গতকাল সোমবার নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিনের স্বাক্ষরে তাকে কারণ দর্শানোর নোটিশটি দেয়া হয়। এ নোটিশে বলা হয়েছে, গত ১০ আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংবাদ মিডিয়ায় প্রকাশিত সংবাদ মারফতে আপনার একটি ভিডিও এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে চট্টগ্রামের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়ে নিজাম উদ্দিন সাংবাদিকদের কাছে দাবি করেন, তাকে হেয় করার জন্য এ ধরনের (টাকা চাওয়া) অপপ্রচার চালানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি জবাব দেবেন। তিনি বলেন, আমাকে রাজনৈতিকভাবে কোনঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এগুলো প্ল্যানড (পরিকল্পিত) ভিডিও।

এর আগে গত রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে নিজাম উদ্দিনের ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। আরেক ব্যক্তির সঙ্গে কথোপকথনের ভিডিওটিতে আন্দোলন বন্ধে টাকা চাইতে শোনা যায় তাকে। যেটি অন্য একটি মোবাইল থেকে ভিডিও করা হয়েছে। এক মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে ম্যাসেঞ্জারে কথা বলা যুবক নিজাম উদ্দিনকে ভাই সম্বোধন করেন।

জানা গেছে, এর আগে গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। নিজাম তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগের পর তার পদও স্থগিত করা হয়। পরে তাকে পদ ফিরিয়ে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরে ব্যাটারি রিকশা ও গ্রাম টেক্সি ব্যবহার না করতে সিএমপির গণবিজ্ঞপ্তি
পরবর্তী নিবন্ধচাকসু নির্বাচন হতে পারে সেপ্টেম্বরে